চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:৩৮ পিএম
চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁদপুরের হাজীগঞ্জ রান্ধুনী মুড়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে সুমনকে(৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা  এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে  (২৩ এপ্রিল ২০২৫) আসামির উপস্থিতিতে চাঁদপুরের  সিনিয়র জেলা ও দায়রা জজ  সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামির নাম সুমন। সে হাজীগঞ্জ  উপজেলার রান্ধুনীমোড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। হত্যা মামলার এজাহার সূত্রে জানা গেছে,  হাজীগঞ্জ থানাধীন রান্ধুনী মুড়া কাজী মইনুদ্দিন বেপারি বাড়িতে পিতা তাজুল ইসলামের  কাছে মাদক সেবন করার জন্য টাকা চেয়েছিলেন পুত্র সুমন।

সুমন ২০১৮ সালে ৩ জুন  বিকেলে তার পিতার কাছ  মাদকের টাকা না পেয়ে  ধারালো দা দিয়ে খালপাড়া এলাকায় তার পিতার পাজরে কোপ মারে এবং বাম পায়ের হাঁটুর নিচে কোপ মেরে দ্বিখন্ডিত করে। 

রাষ্ট্রপক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এ মামলায় ১৪  জন সাক্ষী সাক্ষ্য দেন।  সাক্ষ শেষে জেলা জজ বাহাদুর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামী পক্ষে ছিলাম অ্যাড. স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে