চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর পৌরসভার ও চাঁদপুর সদর উপেজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজীর জামিন মঞ্জুর করেছে আদালত।
২০ এপ্রিল তাঁর জন্য আসামী পক্ষের আইনজীবীরা কোর্টে জামিন চাইলে তাকে আদালত জামিন মঞ্জুর করেন। তার এই জামিনের জন্য তাঁর নিজের মেয়ে এটিএন নিউজের নিউজ প্রেজেন্টার অ্যাড. মুন্নি ইউছুফ ও চাঁদপুর কোর্টের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুসহ আদালতে তাঁর পক্ষে অসুস্থতায় জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও আসামী পক্ষের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটু।
গত (১৯ এপ্রিল ) শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হয়েছিল আওয়ামী লীগের এই নেতা।
পরে চাঁদপুর ডিবি পুলিশ তাকে রাতেই চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আবুল কাশেম নামের এক ব্যক্তির দেওয়া মামলা, যা চাঁদপুর সদর মডেল থানায় মামলা নাম্বার- ১৩ তারিখ, ১৭/০৮/২৪ ইং , জিআর-৫৭৩/২৪, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু হলে তাঁকে অজ্ঞাত আসামী হিসেবে ধরা হলে, পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়।