চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৯ পিএম
চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

চাঁদপুর সরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী'র কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে 

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও সি সি এন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের উপর হামলার

ঘটনায় তদন্ত ও বিচাের দাবিতে  চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী'র কাছে এ স্মারকলিপি প্রদান করছেন।

এসময় তারা গত ১৬ এপ্রিল  কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও সি সি এন পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীদের উপর এক অনভিপ্রেত, বেদনাদায়ক ও ন্যাক্কারজনক ঘটনার জন্ম হয়েছে, যেখানে শিক্ষার্থীদের উপর সশস্ত্র বাহিনীর সদস্যরা শারীরিকভাবে আক্রমণ করেছেন, এমনকি গুলিবর্ষণের মতো চূড়ান্ত মাত্রার বল প্রয়োগ করেছেন। বাহিনীর কিছু সদস্য যদি শিক্ষার্থীদের উপর অনভিপ্রেত আচরণ করে থাকেন, তাহলে সেটি কেবল নিন্দনীয়ই নয়

সমগ্র বাহিনীর ভাবমূর্তির সঙ্গেও সাংঘর্ষিক। তাদের দাবী সেনাবাহিনী জনকল্যাণের পক্ষে অবস্থান নেবে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলাভিত্তিক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে