আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে কাজ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে সম্পদের তথ্য চেয়ে সম্প্রতি অভিযুক্তদের চিঠি দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন- চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার ও নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম।
দুদক চাঁদপুর কার্যালয় থেকে সদ্য ঢাকায় বদলি হয়ে যাওয়া (দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক) মো. সাইফুল ইসলাম জানান, চাঁদপুরে তার দায়িত্বকালীন সময়ে পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের লক্ষ্যে চিঠি দেয়া হয়। ওই চিঠি প্রাপ্তির পর আবুল কালাম ভূঁইয়া ও মফিজ উদ্দিন হাওলাদার দুদক কার্যালয়ে এসে তাদের সম্পদের বিবরণী জমা দেন। অপরজন নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন এখনও বিবরণী জমা দেননি।
প্রায় দেড় যুগ ধরে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আবুল কালাম ভূঁইয়া। তিনি জানান, আমার ও পরিবারের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেয়া হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার জানান, প্রায় দুই যুগ ধরে এখানে আছি। শহরের পালপাড়ায় একমাত্র বহুতল বাড়ি ছাড়া আমার অন্য কিছু নেই।
চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া জানান, বিষয়টি আমি শুনেছি। যাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে বিষয়টি তাদের নিজস্ব ব্যাপার।