চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও হাবিবুল বাসার সুমন এসেছিলেন। তাদের উপস্থিতিতে গ্রামীণ জনপদের খেলার এই অনুষ্ঠানে ক্রীড়া মোদীর দর্শকের উপস্থিতি ছিল ব্যাপক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবির নির্বাচক মো: আকরাম খান বলেছেন, খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে।বিভিন্ন খারাপ নেশা থেকে দুরে রাখে। বাচ্ছারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে। গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়। চাঁদপুরের মতলবের মাঠে এসে মনে হচ্ছে আমি ইংল্যান্ড ইউরোপের মাঠে আছি। চারদিক গাছপালা দ্বারা আচ্ছাদিত। অসাধারণ মনোরম পরিবেশ।
তিনি আরো বলেন, মতলবের মানুষের জন্য আমার সাধ্যমতো সহযোগিতা থাকবে।
১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে, মেজবাহ উদ্দিন মেজুর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাতীয় নারী ক্রিকেট দলের অপারেশন্স কমিটির প্রধান হাবিবুল বাসার সুমন,মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ( ওসি)সালেহ আহাম্মদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য( সহ দপ্তর)মোহাম্মদ ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো: জাকির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। বৃষ্টির কারনে বোয়ালিয়া বন্ধু মহল ক্লাব ও রুপসীপল্লী একাদশ দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজক কমিটি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মো: ইসমাইল হোসেন, সদস্য সচিব মো: উজ্জ্বল প্রধানসহ সুধীজন,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হাজারো দর্শক উপস্থিত ছিল।