চাঁদপুর হাজীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৪৭ পিএম
চাঁদপুর হাজীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত সোয়া একটার সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ এর সমন্বয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ নামক স্থান থেকে ০২জন মাদক ব্যবসায়ী কবির (৩২) এবং আকাশ (২৬)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল এবং নগদ ১১৭০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে