চাঁপাইনবাবগঞ্জে কিশোর ও তরুণ অপরাধী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার মো: সোহেল, মো: রোমান আলী ওরফে রোহান, ফিরোজ হোসেন, মো: রিফাত, হাসিব আলী, রায়হান ওরফে ফরহাদ এবং মসজিদপাড়ার পারভেজ ওরফে মোরসালিন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৩ এপ্রিল বিস্ফোরক আইনে সদর থানায় মামলা।