পাবনার চাটমোহর উপজেলায় সরকারিভাবে বরাদ্দকৃত মসজিদ,ঈদগাহ ও মাদ্রাসার জিআর এর চাউল আত্মসাত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মহেলা হাটে বিশিষ্ট সমাজসেবক ও পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ হাসাদুল ইসলাম রাজা এই মানববন্ধনের আয়োজন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। পরে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা বলেন,চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরে যারা দূর্নীতিবাজ,সন্ত্রাসী,চাঁদাবাজ তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে না বলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে যারা এমপি প্রার্থী হবেন এবং এমপি হবেন,তাদের কাছে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরবাসী কতটা নিরাপদ,তা ভাবতে হবে। এই সমস্ত হায়না,দূর্নীতিবাজ,চোর ও চাঁদাবাজ দিয়ে এই এলাকার উন্নয়ন হবে না। যারা জিআর প্রকল্পের চাউল চুরি করে বিক্রি করেছেন,তাদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন-এটাই আমার দাবি। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।