চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ পিএম
চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায়। নিহত নির্মাণ শ্রমিক হলেন চট্টগ্রামের পরিমল মজুমদারের ছেলে সুমন মজুমদার (৩৫)। সে মুসলিম মেয়েকে বিয়ে করে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামে আঃ খালেকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি রাজমিস্ত্রীর (নির্মাণ শ্রমিক) শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার চটমাহর নতুন বাজার বীর মুক্তিযোদ্ধা মাযহারুল ইসলাম কালুর বাড়িতে বিল্ডিংয়ে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের লাইনের তারের সাথে তার স্পর্শ লাগে বিদ্যুতায়িত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে