চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত নির্মাণ শ্রমিকের বাড়িতে রাজা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ পিএম
চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত নির্মাণ শ্রমিকের বাড়িতে রাজা

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে নিহত নির্মাণ শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের শান্ত্বনা দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা। গতকাল শনিবার দুপুরে তিনি নিহত নির্মাণ শ্রমিক সুমনের মহেলা গ্রামের ভাড়া বাড়িতে গিয়ে সুমনের স্ত্রী শাহনাজ খাতুনসহ অন্যদের সাথে কথা বলেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই বিপদে ধৈর্য্য ধারণের অনুরোধ জানান। একইসাথে নিহতের স্ত্রীকে একটি সেলাই মেশিন ও ছাগল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় তার সাথে ছিলেন রফিকুল ইসলাম রফিক,রেজাউল করিম বাবু,জহুরুল হক মাস্টার,মঞ্জুর রহমান,মোবারক হোসেন,তারেক,মোহাম্মদ আলী,ডাঃ হজরত আলী,সুজন হোসেন,কনক,শাহাদত হোসেন,রতন,হেলাল মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।  

গত শুক্রবার দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান নির্মাণ শ্রমিক সুমন মজুমদার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে