পাবনার চাটমোহরে আকলিমা আরা জুঁই (০৭) নামের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুরা গ্রামের একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুকন্যা পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের বড়গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম জাইরুলের মেয়ে। শিশুটি স্থানীয় একটি নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (১৪ এপ্রিল) বিকেলে জুঁই খেলার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু,আর বাড়ি ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুরা গ্রামের একটি ভুট্টাখেতে তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে চাটমোহর ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। চাটমোহর অংশে মৃতদেহ থাকায় চাটমোহর থানা পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। শিশুটির মুখমন্ডলে কোন ধাতব পদার্থ নিক্ষেপ করা হয়েছে,যার চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে তার মুখমন্ডল এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম বলেন,‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোন ধাতব পদার্থ দ্বারা শিশুটির মুখমন্ডল বিকৃত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ ও ধর্ষণের ঘটনা কিনা তা জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।