চাটমোহর পৌরসভা কর্তৃক বিভিন্ন যানবাহনে টোল আদায় বন্ধ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:২২ পিএম
চাটমোহর পৌরসভা কর্তৃক বিভিন্ন যানবাহনে টোল আদায় বন্ধ

চাটমোহর পৌরসভা কর্তৃক ইজারা দেওয়ার মাধ্যমে সিএনজি,অটোভ্যান,অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি,টেম্পু,বোরাক,অটোভ্যন চালকরা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার পর চাটমোহর পৌরসভার নতুন বাজার জারদিস মোড়ে এই অবরোধ করা হয়। এসময় চাটমোহর-ভাঙ্গুড়া ও চাটমোহর-হন্ডিয়াল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিএনজি,টেম্পু ও অটোভ্যান চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। তারা পৌরসভার টোল বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। শ্রমিকরা বলেন,পহেলা বৈশাখ থেকে পৌরসভা কোন প্রকার টোল বা চাঁদা নিবে না বলে জানানো হয়েছিল। কিন্তু আজ (১ বৈশাখ) থেকে নতুন করে টোল আদায় শুরু করে। এরই প্রতিবাদে এবং টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবেরোধ করা হয়। এসময় চরম দূর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা। এ অবস্থায় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আন্দোলনকারীদের সাথে বসার প্রতিশ্রুতি দিলে প্রায় ৩ ঘন্টা পর দুপুর ২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। বিকেলে পৌরসভার প্রতিনিধি,আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,শ্রমিক প্রতিনিধিদের নিয়ে চাটমোহর থানায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভার ইজারা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং যানবাহনে টোল আদায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে ইজারাদার মজনুর রহমানের জমাকৃত পৌরসভা কর্তৃক ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে শ্রমিক সংগঠণের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল জানান,উদ্ভুত পরিস্থিতির কারণে ইজারা বাতিল করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ সবারই কাম্য।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে