চায়না বাংলাদেশ ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতাল বরগুনায় নির্মাণের দাবীতে বরগুনা উন্নয়ন ফোরামের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা উন্নয়ন ফোরামের সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। মানব বন্ধনে বরগুনা উন্নয়ন ফোরাম, বিভিন্ন সাংবাদিক সংগঠন, আইনজীবী সহ অন্যন্য পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। মানব বন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের কাছে নেতৃবৃন্দ একটি স্বারক লিপি প্রদান করেন। বক্তারা বাংলাদেশে চিনের অর্থায়নে বরগুনায় একটি হাসপাতাল নির্মানের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জোর দাবী জানান।