চিরিরবন্দরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (মোরশেদ উল আলম, চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:৫৬ পিএম
চিরিরবন্দরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ২৩ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা বাজারের পাশে ঘটেছে। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা এলাকার মৃত হরিমোহন রায় এর ছেলে নিখিল চন্দ্র রায় নাড়িয়া (৬৫) বাড়ির পোষা ছাগলের জন্য গাছের পাতা পাড়ানোর সময় অসাবধানবশতঃ মেইন বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়। এতেই বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল কাজী সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সৎকারের জন্য পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে। থানায় জানানো হয়েছে। থানার ডিউটি অফিসার জানান, এ ব্যাপারে সাধারণ ডাইরী করা হযেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে