চুক্তিবদ্ধ না হওয়ায় ঘোড়াঘাটে ৩৭ চালকলের নিবন্ধন বাতিল

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ পিএম
চুক্তিবদ্ধ না হওয়ায় ঘোড়াঘাটে ৩৭ চালকলের নিবন্ধন বাতিল

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আমন মৌসুমে চাল সরবরাহে সরকারের সাথে চুক্তিবদ্ধ না হওয়া ৩৭টি চালকলের নিবন্ধন বাতিল করেছে কর্তৃপক্ষ। জেলা খাদ্য কর্মকর্তা সুবির নাথ চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানিয়ে নিবন্ধন বাতিল করা চালকলের তালিকা প্রকাশ করা হয়। ঘ্ড়োাঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সরকারের খাদ্য সংগ্রহ অভিযানে জেলার সিদ্ধ চাল সংগ্রহের লক্ষমাত্রা ১ হাজার ১৭৫ টন আর আতপ চাল সংগ্রহের লক্ষমাত্রা ছিল ৪৬টন। এ ছ্ড়াা ধান সংগ্রহের লক্ষমাত্রা ছিল ৮০১টন। সরকারের এই অভিযানে ধান ও চাল সরবরাহের জন্য উপজেলার  ৭২টি সিদ্ধ চালকল ও ২টি আতপ চালকল চুক্তিবদ্ধ হয়। ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংগ্রহ অভিযান চলে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। ধান ও আতপ চাল সংগ্রহ শতভাগ সফল হলেও সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে মাত্র ৬৪০টন। জানা গেছে, উপজেলা মোট ১০৯টি নিবন্ধিত চালকলের মধ্যে ১০৭টি হাসকিং ও ২টি অটো চালকল রয়েছে। তার মধ্যে ৭২টি চালকল সরকারী গুদামে চাল সরবরাহ করেছে। সরকার আমন মৌসুমে চালকলগুলোর কাছ থেকে সংগ্রহের জন্য ৩৩টাকা  কেজি ধান ও ৪৭ টাকা সিদ্ধ চাল এবং ৪৯ টাকা কেজিতে আতপ চাল ক্রয় করার জন্য নির্ধারন  করে দেয়। নাম প্রকাশ না করার জন্য একাধিক চালকল মালিক বলেন, যখন সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে তখন বাজার যাচাই না করেই মুল্য নির্ধারন করা হয়েছে। ফলে অনেক মিল মালিক সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়নি। আবার যখন বাজারে ধান থাকে তখন কৃষকরা যে দামে ধান বিক্রি করেন কিছুদিন পরেই সেই দাম বৃদ্ধি পায়। অবেধ মজুদদাররা কৃষকের ধান ক্রয় করেন এবং পরে সিন্ডিকেট করে ধানের দাম বাড়ান। এ মজুদদারদের নিয়ন্ত্রন করা সম্ভব না হলে ধান কিংবা চালের দাম বৃদ্ধি রোধ করা সম্ভব নয়। তা হলে সব মিলাররা সরকারকে চাল দিবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার বলেন যে সব মিল চুক্তি করেনি এবং চুক্তি করেও যারা চাল দিবে না। তাদের বিরুদ্ধে সরকারের অভ্যান্তরিন খাদ্যসশ্য নীতিমালা আনুযায়ী লাইসেন্স বাতিল এবং নিদিষ্ট সময়ের জন্য সংগ্রহ কার্যক্রম স্থগিত রাখার শাস্তির বিধান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে