ছাত্রনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে মোল্লাহাটে ছাত্রদলের মানববন্ধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ পিএম
ছাত্রনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে মোল্লাহাটে ছাত্রদলের মানববন্ধন

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মোল্লাহাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার চরকুলিয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা শরিফুলজ্জামান শিমুল, মাইনুল শরীফ, সেচ্ছাসেবক  দলের নেতা বি.এম.হাসিব, মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রিপন শেখ ফুরকান, মামুন মোল্লা, সজিব, জাহাঙ্গীর হাসান, সাগর শেখ কে,আর কলেজ ছাত্র দলের নেতা তালহা শিকদার ও আলভি মিয়া সহ অনেকে।

বক্তারা অবিলম্বে পারভেজ হত্যাকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নেওয়াজ তুষার ও হৃদয় নেওয়াজ সহ কতিপয় সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড দেশে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, পারভেজ ছিলেন একজন মেধাবী ছাত্র এবং সংগঠনের একজন সক্রিয় কর্মী। তার মৃত্যুতে ছাত্রদল একটি অমূল্য সম্পদ হারিয়েছে। বক্তারা আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে