আইপিএলে গত বুধবারের ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছে দিল্লী ক্যাপিটালস। ম্যাচ জিতলেও নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন দিল্লীর বোলিং কোচ মুনাফ প্যাটেল। তাকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। ঘটনার সূত্রপাত হয়, যখন দলের দ্বাদশ ব্যক্তিকে পানি দিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। অবশ্য আসল উদ্দেশ্য ছিল উইকেটে থাকা ব্যাটারদের উদ্দেশে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তার সঙ্গে তর্কে জড়ান মুনাফ। তাকে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতে দেখা গেছে। ম্যাচের মধ্যেই চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই তাকে শাস্তি দেওয়া হয়েছে। আইপিএল-র বিবৃতিতে বলা হয়েছে, ‘বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএল আচরণবিধি লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে। মুনাফ প্যাটেল নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’ আইপিএলের ২.২০ ধারা অনুযায়ী অপরাধগুলোকে চারটি স্তরে ভাগ করা হয়। স্তর ১ থেকে স্তর ৪ পর্যন্ত। মুনাফ প্যাটেলের অপরাধকে প্রথম স্তরের চিহ্নিত করা হয়েছে, যা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও নিয়মভঙ্গের ক্ষেত্রে শাস্তিযোগ্য। মুনাফ শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। চলতি বছরই আইপিএলে দিল্লী ক্যাপিটালসে যোগ দিয়েছেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মুনাফ প্যাটেল। ভারতের হয়ে ১৩টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। ৭০টি ওয়ানডে ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছেন তিনি।