পুড়ছে গাজা মরছে মানুষ
জ্বলে পুড়ে ছাই,
কোথায় আজ বিশ্ব বিবেক?
দেখার কেউ নাই!
জাগো মানুষ রক্তে জোয়ার
আরতো উপায় নাই
প্রতিবাদে গর্জে উঠুক
পুরো বিশ্বটাই।