জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: কারা উঠছেন সম্মানের শীর্ষে

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৩৯ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: কারা উঠছেন সম্মানের শীর্ষে

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে পরিচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতিবারই এই পুরস্কার নতুন চমক ও আলোচনার জন্ম দেয়। এবার ২০২৩ সালের জন্য সেই প্রতীক্ষিত পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকা তৈরি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত চার সদস্যবিশিষ্ট জুরি বোর্ড। তারা সম্প্রতি তাদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন মন্ত্রণালয়ে, এবং খুব শিগগিরই প্রকাশিত হবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা বিভাগে যৌথভাবে পুরস্কৃত হতে পারেন দুই বর্ষীয়ান অভিনয়শিল্পী—শবনম ও জাভেদ। জুরি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, “দুজনেই দেশের চলচ্চিত্রে ব্যাপক অবদান রেখেছেন। বিশেষ করে জাভেদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়েছে।”

‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ বিভাগে সবচেয়ে এগিয়ে রয়েছে খন্দকার সুমনের পরিচালিত ‘সাঁতাও’। তার পরেই রয়েছে ‘আদিম’ ছবিটি, যেটির পরিচালক যুবরাজ শামীম।

সুমনের ‘সাঁতাও’-ই তাকে এনে দিতে পারে শ্রেষ্ঠ পরিচালকের খেতাব। তবে রায়হান রাফী ‘সুড়ঙ্গ’ এবং যুবরাজ শামীম ‘আদিম’-এর জন্যও রয়েছেন প্রতিযোগিতায়।

অভিনেতা-অভিনেত্রী বিভাগে তুমুল লড়াই
শ্রেষ্ঠ অভিনেতা: ‘সুড়ঙ্গ’ ছবির জন্য আফরান নিশো জুরি বোর্ডের প্রিয় পছন্দ। পাশাপাশি ‘প্রিয়তমা’র জন্য শাকিব খানের নামও উঠে এসেছে।
শ্রেষ্ঠ অভিনেত্রী: ‘সুড়ঙ্গ’ ছবির তমা মির্জা রয়েছেন শীর্ষে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ‘সাঁতাও’-এর আইনুন পুতুল ও ‘আদিম’-এর সোহাগী।

পার্শ্ব চরিত্রে উজ্জ্বল যারা
পুরুষ: ‘ওরা ৭ জন’ ছবির শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ।
খলনায়ক: ‘প্রহেলিকা’র জন্য রাশেদ মামুন অপু।

সংগীতে ‘প্রিয়তমা’ একক আধিপত্যে
শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সুরকার: প্রিন্স মাহমুদ
শ্রেষ্ঠ গীতিকার: সোমেশ্বর অলি (‘ঈশ্বর’ গান)
শ্রেষ্ঠ গায়ক: রিয়াদ
শ্রেষ্ঠ গায়িকা: কোনাল (‘ও প্রিয়তমা’)
একই গানের জন্য আরেক সম্ভাব্য গায়ক: বালাম

অন্যান্য উল্লেখযোগ্য বিভাগ
কাহিনিকার: ‘প্রিয়তমা’র ফারুক হোসেন
সংলাপ রচয়িতা: ‘সাঁতাও’র নির্মাতা খন্দকার সুমন
শব্দগ্রাহক: ‘সাঁতাও’-এর সুজন মাহমুদ
শিল্প নির্দেশক: ‘সুড়ঙ্গ’-এর শহীদুল ইসলাম
মেকআপম্যান: ‘প্রিয়তমা’র সবুজ খান অথবা ‘সুড়ঙ্গ’-এর মো. খোকন মোল্লা

প্রত্যেক ক্যাটাগরিতে দুইটি করে নাম সুপারিশ করেছেন জুরি বোর্ডের সদস্যরা। কিছু ক্ষেত্রে একাধিক প্রার্থীর নম্বর সমান হওয়ায় তিনজনের নামও প্রস্তাব করা হয়েছে। তবে নাম প্রকাশের এখতিয়ার না থাকায় সদস্যরা সরাসরি নাম জানাতে রাজি হননি।

তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই পুরস্কারপ্রাপ্তদের নামের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। পুরস্কার তুলে দেবেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW