আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে দলটি।
রোববার (২৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়।
সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, "ভোটের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন। এ কাজে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছি।" তিনি আরও জানান, নির্বাচনে ইক্যুয়াল ফিল্ড নিশ্চিত করতে প্রতিটি বুথকে নজরদারির আওতায় আনা জরুরি।
ডা. তাহের জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, "আমরা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনি সময়সূচির প্রতি আস্থা রাখছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছি।"
জামায়াত নেতারা জানান, সম্প্রতি ইউরোপ সফরের সময় ব্রাসেলসে ইইউ কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়। আলোচনা হয়েছে বাংলাদেশ-ইইউ সম্পর্ক, উন্নয়ন, গণতন্ত্র, নারী অধিকার এবং গার্মেন্টস শিল্প নিয়ে। জামায়াত নেতারা জানিয়েছেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পে ইউরোপের বিনিয়োগ বাড়াতে নির্দিষ্ট শিল্পাঞ্চল নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।
নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে আপত্তি জানিয়ে জামায়াতের নেতারা বলেন, "যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়া নারীর মর্যাদার চরম অবমাননা।" এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। জামায়াত দাবি করেছে, তাদের দলে নারীদের অংশগ্রহণের হার ৪৩ শতাংশ, যা অন্যান্য অনেক দলের তুলনায় বেশি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।