সংঘাত নয় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগানতে সামনে রেখে “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ”এর উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা ও নারীবান্ধব পরিবেশ গঠনে ডড়সবহ অমধরহংঃ ঠরড়ষবহপব ঊাবৎুযিবৎব (ডঅঠঊ) নামে জামালগঞ্জে একটি কার্যক্রর প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা পরিষদ এর সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনার সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারয়শ্যান জামালগঞ্জ পিএফজির নারী এ্যাম্বাসেডর বীণা রানী তালুকদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় গ্রুপ গঠনের লক্ষ্য উদ্দেশ্য, গঠনকাঠামো নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন, পিএফজি সদস্য আলেয়া বেগম, শাহানা আল-আজাদ, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আতিকা আক্তার লিজা, তামান্না আক্তার, আফরোজা আক্তার, সালমা খাতুন, মারিয়া, সুমাইয়া সিদ্দিকা, নানী নেত্রী সিপ্রা, রুমেনা, আয়শা বেগম, অর্চণা দাস, উজ্জলা, সুরমা, কল্পনা, মমতা প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মারজানা ইসলাম শিবনা কে সমন্বয়কারী, খালেদা আক্তার কে যুগ্ম সমন্বয়খারী ও তামান্না আক্তারকে সচিব করে জামালগঞ্জ ওয়ভে গ্রুপ এর কমিটি গঠন করা হয়।