জামালপুরে শ্বশুরবাড়ি জামাই গাছে উঠে জ্ঞানহারা!

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ এএম
জামালপুরে শ্বশুরবাড়ি জামাই গাছে উঠে জ্ঞানহারা!

জামালপুরে শ্বশুরবাড়ি জামাই এসে গাছের ডাল কাটার জন্য গাছে উঠেন। গাছে উঠেই তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বিভিন্ন ভাবে চেষ্টা করে তারা ব্যর্থ হন। অবশেষে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছ থেকে জামাইকে ঘাড়ে তোলে মইদিয়ে নামিয়ে আনতে সক্ষম হন। এই ভিডিওটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত ভিউ হতে থাকে। বর্তমানে ঘটনাটি জামালপুরে টফ অবদা টাউনে পরিণত হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আটা বাড়ি গ্রামে।

জানাযায়, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খামারবাড়ি এলাকার বাসিন্দা মো: মোশারফ হোসেন(৩০) সে জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আটাবাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন। ঈদ অতিবাহিতের পর গত ৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে গাছের ডাল কাটতে গাছে উঠেন। বাড়ির লোকজনের ধারনা, অনেক উচু গাছে উঠার কারণে অথবা প্রচন্ড রোদের কারনে মোশারফ হোসেন তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে  তাকে উদ্ধার করতে বিভিন্ন ধরণের চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হন। অবশেষে জামালপুরের ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল পৌঁছে মোশারফ হোসেনকে কাঁধে নিয়ে মই দিয়ে বিশেষ কায়দায় তাকে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার কৃত ভিডিওটি মুহুর্তের মধ্যে বিভিন্ন গণমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং শত শত ভিউ হতে থাকে। ফলে সংবাদটি বর্তমানে জামালপুরে টফ অবদা টাউনে পরিণত হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে