জাস্টিন বিবারের আচরণে ভক্তদের উদ্বেগ, সম্পর্কেও টানাপড়েন!

বিনোদন ডেস্ক : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০২:১১ পিএম
জাস্টিন বিবারের আচরণে ভক্তদের উদ্বেগ, সম্পর্কেও টানাপড়েন!

আন্তর্জাতিক পপ জগতের অন্যতম জনপ্রিয় তারকা জাস্টিন বিবার আবারও উঠে এসেছেন বিতর্ক ও উদ্বেগের কেন্দ্রে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে তার ধূমপান ও অস্বাভাবিক নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উৎকণ্ঠা। ভিডিওগুলোতে দেখা গেছে, জাস্টিন মঞ্চের আশেপাশে বসে ঘনঘন ধূমপান করছেন এবং গান চলাকালীন অস্বস্তিকরভাবে দুলে দুলে নাচছেন। অনেকেই ধারণা করছেন, তিনি গাঁজাসেবনের মতো কিছু করছিলেন।

এই ঘটনার পরই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ প্রকাশ। একজন ব্যবহারকারী লিখেছেন, “হলিউড এই ছেলেটার সঙ্গে কী করল? কেউ কি ওর যত্ন নেয়?” আরেকজনের মন্তব্য, “জাস্টিনের সত্যিই সাহায্য দরকার, কিন্তু কেউ শুনছে না।”

এছাড়াও একটি ভিডিওতে দেখা গেছে, জাস্টিনের স্ত্রী হেইলি বিবার এবং তার সৎ ভাই জ্যাকসন উপস্থিত ছিলেন। অনেকেই বলছেন, হেইলি যেন পরিস্থিতি সামাল দিতে জ্যাকসনকে সরিয়ে নিচ্ছিলেন, আর পাশেই বসে ধূমপানে মগ্ন ছিলেন জাস্টিন। ক্যাপশনে লেখা হয়, “খুব খারাপ লাগছে ওর জন্য... এমন সময়েও হেইলিকে ছোট ভাইকে সরিয়ে নিতে হচ্ছে।”

তবে শুধু এই উৎসব নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতেও লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে জাস্টিনের ‘দুলতে থাকা’ ও অস্থির ভঙ্গি নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময় তার প্রতিনিধি এসব অভিযোগ অস্বীকার করলেও, নতুন করে ভিডিও ভাইরাল হওয়ায় পুরনো আলোচনা আবার মাথাচাড়া দিয়েছে।

এর পাশাপাশি, জাস্টিন ও হেইলি বিবার দম্পতির সংসার নিয়েও তৈরি হয়েছে নানা জল্পনা। সাম্প্রতিক সময়ে বিবার নিজের ইনস্টাগ্রামে কিছু রহস্যজনক পোস্ট করেন, যা বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরদার করেছে। একটি সূত্র জানিয়েছে, তারা তাদের সম্পর্ক রক্ষা করতে থেরাপির সহায়তা নিচ্ছেন এবং এখনো বিয়েটি টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

২০১৮ সালে প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে মডেল হেইলিকে বিয়ে করেছিলেন বিবার। সেই সম্পর্কও এখন সংকটে বলে ধারণা করছেন ভক্তরা। এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি প্রার্থনা করছেন—জাস্টিন যেন মানসিকভাবে সুস্থ থাকেন এবং তার চারপাশের মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW