হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবন মান উন্নয়ন সম্পর্কে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে। মংগলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন এর মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ)আ: ছালাম খান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী বিপিএম (সেবা)। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সিদ্দিক উল্লাহ। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইফার কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মহসিন খান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী,ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি প্রভাষক মাও.আলমগীর হোসাইন তালুকদার, শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাও আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ,অষ্ট্রগ্রাম উপজেলার ইমাম মাও লিয়াকত আলী প্রমুখ। সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাথিয়া ফাজিল মাদরাসার প্রভাষক ক্বারী মাও.ইসমাঈল হোসেন মুফিজী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
ইসলামিক ফাউণ্ডেশন এর মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ)আ: ছালাম খান বলেন,হাওর একটি বিশাল সম্পদ একে রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। হাওর প্রকল্পের ইমামগগণ সময়ের চাহিদানুযায়ী জুম্মার প্রাক-বয়ানে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় বয়ানে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছেন কিন্ত তাদের সম্মানি খুবই কম সেই বিষয়টি বিবেচনা করে সম্মানী বাড়ানো হবে। এছাড়াও ইফার কয়েকটি প্রকল্প রয়েছে এরমধ্যে প্রাক-প্রাথমিক গণশিক্ষা প্রকল্প অন্যতম। এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে তিন মাস হয়েছে। প্রকল্পটি শীঘ্রই পাস হবে। এরমধ্যে আউট সোর্সিং খাতে নেয়ার পায়তারা চলছিলো আমাদের প্রতিবাদের কারণে তা বাতিল করা হয়েছে। বিগত আওয়ামী আমলে ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ অনেক কেন্দ্র বরাদ্দ নিয়েছিলো ঢাকায়। সরেজমিনে গিয়ে আমরা এসব কেন্দ্র ভুয়া বলে চিহ্নিত করেছি। যারা কুরআনই পড়তে পারে না তারা কি করে এসব কেন্দ্র পরিচালনা করতো বলে বিস্মিত হয়েছি। এখন আর সেই ফ্যাসিস্ট সরকার নেই তাই আপনারাও সঠিকভাবে সহ্িহ শুদ্ধভাবে কুরআন পড়বেন কেন্দ্র পরিচালনা করবেন মসজিদে ইমামতি করবেন। কুরআনের খেদমত করবেন। সরকার আপনাদের বিষয়ে আন্তরিক ভাবে কাজ করছে। আপনারাই আমাদের শক্তি।আপনারা বেশি বেশি ইসলামের প্রচার প্রসার করবেন।
সেমিনারের আয়োজনে ছিলেন "হাওর এলাকার জনগণের জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কার্যক্রম" শীর্ষক প্রকল্প। সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়। পরে বাংলাদেশ ও জাতির সমৃদ্ধি অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন বীর ঈশা খার অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খানের স্মৃতি বিজড়িত ওইতিহাসিক পাগলা মসজিদের ইমাম মাও আশরাফ আলী। এসময় সরকারি বেসরকারি ককর্মকর্তা, ইফার কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।