ঝালকাঠিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (ঝালকাঠি) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:১২ পিএম
ঝালকাঠিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের হজ্ব গমনেচ্ছুদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন, ঝালকাঠি। অনুষ্ঠানটি জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মো. আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. মশিউর রহমান।

এ বছর ঝালকাঠি জেলা থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭ জনসহ মোট ১২২ জন হজ্ব পালনে সৌদি আরব যাবেন।

প্রশিক্ষণ কর্মশালায় হজ পালন সংক্রান্ত ধর্মীয় নিয়ম, স্বাস্থ্য সুরক্ষা, যাতায়াত ও আবাসন সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে হজযাত্রীদের হাতে হজ গাইড ও প্রয়োজনীয় নির্দেশনামূলক বই হস্তান্তর করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW