টাঙ্গাইল পৌর শহরের সন্তোষ এলাকার মেসার্স মাইন উদ্দিন টেক্সটাইল মিলে চুরি ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ দিবাগত রাতে ওই কারখানায় চুরির ঘটনা ঘটে। পরের দিন ১৩ এপ্রিল ওই কারখানার মালিক থানায় মামলা দায়ের করেন। চুরি হওয়ার পর থেকে হতাশায় দিন পারছেন ভুক্তভোগী পরিবার।
জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের সন্তোষ পালপাড়া গ্রামের মাইন উদ্দিন সুতা টুইস্ট্রিং, ড্রাইং, মাসরাইজডের ব্যবসা করে আসছেন। গত ১২ মার্চ দিবাগত রাতে কারখানায় টিন খুলে প্রবেশ করে মালামাল গুলো চুরি করে নিয়ে যায় চোরের দল। কারখানার ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওই কারখানায় চুরি ঘটনার পর থেকে হতাশয় ভুগছেন ওই ভুক্তভোগী পরিবার। কারখানার উপর নির্ভরশীল পুরো পরিবার। চুরি হওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পরিবার। সরকারিভাবে সহযোগিতা পেলে ব্যবসা আবার ঘুরে দাঁড়াতে পারবে।
কারখানার মালিক মাইন উদ্দিন মিয়া বলেন, আমি দীর্ঘ যাবত ব্যবসা পরিচালনা করে আসতেছি। করোনার সময় অনেক বড় একটা ধাক্কা খাই। এরপর থেকে কোন রকম ভাবে ব্যবসা করতে আসছি। একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু গত ১২ এপ্রিল দিবাগত রাতে যে চুরিটা হয়ে গেল এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেল। আবার ঘুরে দাড়াঁতে পারবো কি না জানি না। এই ব্যবসার উপর আমার পুরো পরিবার নির্ভরশীল। এখন কি হবে জানি না। যদি সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে আবার ঘুড়ে দাড়াঁতে পারবো আশা করছি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবীর আহম্মেদ জানান, আমাদের ফোর্স পাঠানো হয়েছিল। তারা পরিদর্শন করে এসেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।