টাঙ্গাইলে ১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর আল আমিন কবীর, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নিলুফার আকতারসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকবৃন্দ।