টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাতকৃত হারুন উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে।সোমবার (২১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান।
জানা যায়, রোববার (২০ এপ্রিল) রাতে সখীপুর পৌর এলাকার সিকদার পাড়ায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় যুবদল নেতা জাহিদুল ইসলাম জুয়েলের বাসার ভাড়াটিয়া হারুনের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। উদ্ধার করা ওই ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।
পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্যের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত হারুন কোথা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং কারা কারা তার সাথপ জড়িত, তা জানার জন্য তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদেরও খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।