টেকনাফের সাবরাং ইউনিয়নে ঘরের দরজা ভেঙে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল গফুর (২৭) নামের এ যুবক টেকনাফের সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার শেখ আহম্মদের ছেলে। শুক্রবার রাত ৮টায় টেকনাফের সাবরাং পুরান বাজার নিজ বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। এসময় বাড়িতে কেউই ছিলনা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো গিয়াস উদ্দিন জানান, ১৯ এপ্রিল মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, রাত ৮টায় টেকনাফের সাবরাং পুরান পাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুরের মৃতদেহ তার নিজ বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাইকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়িতে দেখা যায় দুই পাশের দরজা ভেতর থেকে লক দেওয়া। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যসহ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢ়ুকলে দেখা যায় বিছানায় শোয়া অবস্থায় ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার ভাইয়ের স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন, গত কয়েকদিন আগে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসে। এরপর থেকে ফোনেও যোগাযোগ হয়নি। ধারণা করা হচ্ছে আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যুই হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে।