বন্ধুর মোটর বাইকে করে এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুঘর্টনায় হ্নীলা হাইস্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, ২৪ এপ্রিল সকালে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পূর্ব পানখালীর জাফর আলমের পুত্র ইশতিয়াক আলম মাহিম এবং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র নাইমুর রহমান বাপ্পী মিলে তাদের বন্ধু হ্নীলা পুরান বাজারের মরহুম শামসুল আলমের পুত্র এহসানের মোটর বাইকে করে নয়াবাজার উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওয়ান দেয়। হোয়াব্রাং রাস্তার মাথায় পৌছঁলে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা খেয়ে ৩ জন আহত হয়। উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে হ্নীলা ষ্টেশনে চিকিৎসা দেওয়ার পর এহসানকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ইশতিয়াক আর নাঈমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
কক্সবাজার নিয়ে গেলে নাঈমকে ডা. আইয়ুব আলীর তত্বাবধানে চিকিৎসার জন্য রেখে ইশতিয়াককে আশংকাজনক অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ফলে দু’জনই পরিক্ষায় অংশ নিতে পারেনি বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক রুপম কান্তি বড়ুয়া।