ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মা-ছেলে নিহত

এফএনএস(টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৪:২৬ পিএম
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মা-ছেলে নিহত

ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরা হল না, অবশেষে মহাসড়কে সড়ক র্দূটনায় ৬ বছরের সন্তানসহ রুপা খাতুন (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধা ৬টার মহাসড়কের চাঁদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে।নিহত রুপা খাতুন উপজেলার গাবলা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং সোয়াদ তাদের সন্তান।

বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে শ্বশুর বাড়ি শীতলীডাঙ্গা যাওয়ার পথে চাঁদপুর এলকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাগি ধাক্কা দেয় ইজিবাইটিকে। এতে ঘটনাস্থলেই রুপা খাতুন মারা যায়। এ সময় তার আরেক সন্তান সোয়াদ হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়মারা যায়।

নিহতের স্বামী সোহেল রানা বলেন, আমার স্ত্রী রুপা খাতুন গর্ভবতী। সে ডাক্তার দেখাতে ঝিনাইদহে আসে। ডাক্তার দেখিয়ে সে বাবার বাড়িতে ছিল। বিকেলে বাড়িতে ফেরার কথা ছিল। স্ত্রী ও সন্তানের দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে পৌঁছে জানতে পারি আমার স্ত্রী রুপা খাতুন মারা গেছে। পরে রাত ৮টার দিকে আমার ছেলে সোয়াদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন বলেন, রুপা খাতুনকে মৃত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া মা ও ছেলেকে, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে