ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ পিএম
ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচিত ব্যক্তিত্ব ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশ পাঠান।

আইনি নোটিশে বলা হয়েছে, অভিযুক্তরা ইউটিউব, ফেসবুক, টিকটক ও লাইকি-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধ ও পণ্যের প্রচার করে থাকেন। এতে সমাজে অশ্লীলতা বাড়ছে এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়, জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর লক্ষ্যে অনেক ডাক্তারই ইচ্ছাকৃতভাবে উত্তেজক কনটেন্ট তৈরি করছেন। এর ফলে তরুণ সমাজ প্রভাবিত হচ্ছে এবং সামাজিক ভারসাম্য ব্যাহত হচ্ছে।

আইনজীবী পল্লব সরকারকে এই ধরণের অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও প্রচার সম্পূর্ণ বন্ধ করতে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ডাক্তার ও শোবিজ তারকাদের মাধ্যমে এই জাতীয় প্রচার বন্ধে নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, যদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবে।

এই ঘটনা সামাজিক মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট নির্মাতাদের দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ডাক্তারদের পেশাদারিত্ব, বিজ্ঞাপনের ভাষা ও নৈতিকতার জায়গা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। স্বাস্থ্য বিষয়ক পরামর্শের আড়ালে অশ্লীল উপস্থাপনা ও বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া কতটুকু নৈতিক— সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে