ডিগ্রি সমমানের দাবিতে সিলেটে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৪:২৪ পিএম
ডিগ্রি সমমানের দাবিতে সিলেটে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সিলেটে নার্সিং শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিল সহকারে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করেন তারা। এসময় একটি প্রতিনিধি দল সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করে।

আন্দোলনকারীদের অভিযোগ, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ও ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করেও তারা চাকরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মর্যাদা পান, যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও পরিশ্রমের প্রতি অবমূল্যায়নের শামিল।

তাদের দাবি, এই কোর্সগুলোকে ডিগ্রি পাস কোর্সের স্বীকৃতি দিতে হবে, যাতে তারা ন্যায্য মূল্যায়ন ও সুযোগ-সুবিধা পেতে পারেন। দাবি পূরণ না হলে তারা পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে