ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল: পুরুষ্কার বিতরনী

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
: | আপডেট: ৮ এপ্রিল, ২০২৫, ০৬:১৭ পিএম : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৬:১৭ পিএম
ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল: পুরুষ্কার বিতরনী

ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল,  ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, যে পড়ালেখা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে সে পড়ালেখা  শিখতে হবে। যাতে করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়।

স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যায়লের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন রুবেল। একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন।

স্কুলের অভিভাবক সদস্য এপেক্সিয়ান ইয়াসিন সুমন। ডেল্টা জুট মিলস ব্যবস্থাপক (টিমস ও অর্থ) জাকির হোসেন। ব্যবস্থাপক কল্যাণ শাখাওয়াত উল্ল্যা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে