ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:১১ পিএম
ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

জমকালো আয়োজনে ‘ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৫’ শুরু হয়েছে।  শনিবার ২৬ এপ্রিল দুপুরে  ঢাকা ক্লাবের বিলিয়ার্ড রুমে এ টুর্নামেন্ট শুরু হয়। ‘প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন। তিনি বলেন, ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সামাজিক ক্লাব । 

‘ঢাকা ক্লাব সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চায়। খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন ঢাকা ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে। এবারও “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট”আয়োজন করেছেন । ২৬ এপ্রিল, ২০২৫ইং তারিখ, ১:৩০ টায় ঢাকা ক্লাব প্রধান লাউঞ্জে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট”এর সংবাদ সম্মেলন ও  উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আশা করি, এবারের টুর্নামেন্ট সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’ উক্ত টুর্নামেন্টে ঢাকা ও ঢাকার বাহির থেকে মোট ১০ টি ক্লাব থেকে ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্ণামেন্টটির আয়োজন ও সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ । অনুষ্ঠানে ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) এবং টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু) বক্তব্য দেন এবং ডাইরেক্টর ইনচার্জ  আব্দুর রহমান, সদস্য ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলসহ উক্ত অনুষ্ঠানে ঢাকা ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ান দলকে টাকা ১০০,০০০/- (এক লক্ষ) এবং রানারআপ দলকে  ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও ট্রফি প্রদান করা হবে।

ঢাকা ক্লাবের সচিব এবং সিইও

লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি (অবঃ) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে