ঢাবিতে হাসিনার দানবীয় মুখাকৃতিতে আগুন, তদন্ত চলছে

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ১১:৫৯ এএম : | আপডেট: ১২ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ পিএম
ঢাবিতে হাসিনার দানবীয় মুখাকৃতিতে আগুন, তদন্ত চলছে

পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা দুটি মূল মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি পতিত সরকার শেখ হাসিনার দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতি এবং অন্যটি শান্তির পায়রা।

শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও প্রস্তুতি কমবে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে দেখা যায়, আগুনে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রার যে মোটিভ তৈরি করা হচ্ছিল সেগুলোই বেশি পুড়েছে ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, 

“আমাদের ধারণা, পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত না।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ক্রাইম এন্ড অপারেশন) অতিরিক্ত কমিশনার এস এম মো. নজরুল ইসলাম বলেন,

“ভোর ৫টার কিছু আগে এ ঘটনা ঘটেছে। কেউ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ঘটনা ঘটিয়েছে। ডিটেনশন টিম আসছে, তদন্ত করলে বিস্তারিত জানতে পারব।  ফ্যাসিবাদী মোটিফ পুড়াতে গিয়ে পায়রাটিও পুড়েছে বলে প্রাথমিক ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।”

আগুনের সূত্রপাত জানতে চাইলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে। এর মধ্যে কেনো শুধু দুটি মোটিফে আগুন লেগেছে, সেটি রহস্যজনক।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের অনেককে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এছাড়া ঘটনাস্থল ও আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ডিভিআর সংগ্রহের কাজ চলছে। ডিভিআরগুলো থেকে ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে