তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০২:৫২ পিএম
তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পরে মো.মাহাদী নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার বগীর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শিশুটি সকাল ৯ টার দিকে খালে ডুবে নিখোঁজ হয়। নিহত মাহাদী একই এলাকার শামীমের ছেলে।

জানা যায়, নিহত মাহাদীর মা ব্রয়লার মুরগীর ফার্মে কাজ করছেন। এসময় মাহাদী অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলাধুলা করতেছিলো। এক ফাঁকে বাড়ির পাশে খালে ডুবে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরে স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন তারা।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের স্টোশন কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা ব্যাপি উদ্ধার কাজ পরিচালনা করে লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে