তালতলীতে বিষপান করে নারীর আত্মহত্যা

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৩২ এএম
তালতলীতে বিষপান করে নারীর আত্মহত্যা

 বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন আগেও ওই নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া এলাকার দরিদ্র হাবিল সিকদারের স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার চিকিৎসার ব্যয় মেটাতে না পেরে শারীরিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার জন্য ১৫ এপ্রিল বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে আমেনা বেগমকে বাড়িতে নিয়ে আসেন তারা। ওই বিষপানের তিনদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ীতেই তার মৃত্যু হয়। স্বজনরা তালতলী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, 'নিহত আমেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে বিষ পান করেন। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW