ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৪ পিএম
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের জন্য বরাদ্দ পাওয়া ৩ মেট্রিক টন চাল বিতরণ না করে গুদামজাত করে রাখার অভিযোগে সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়াকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস ।

এর আগে, রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে (চেয়ারম্যানকে) সাময়িক বরখাস্তের বিষয়টি জারি করা হয়। বরখাস্ত হওয়া মো. মঞ্জু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

গত বছরের ৯ সেপ্টেম্বর এই চেয়ারম্যানকে বন্যার্তদের জন্য বরাদ্দ পাওয়া ত্রাণের চাল বিতরণ না করে গোডাউনে মজুদ রাখার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ করে উপজেলা প্রশাসন। একইদিন উদ্ধার হওয়া চালগুলো স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। পরে নোটিশের প্রেক্ষিতে দেওয়া চেয়ারম্যানের জবাবে অসন্তোষও প্রকাশ করে উপজেলা প্রশাসন। সেই নোটিশে বলা হয়, গত ১৬ জুলাই সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের বন্যার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ৩ মেট্রিক টন চাল ইউপি চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার অনুকূলে বরাদ্দ করা হয়। সেই চাল উত্তোলন করে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ না করে তার নিজস্ব গুদাম ঘরে গুদামজাত করেছেন-যা আইন পরিপন্থি। এছাড়া বন্যার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত জি,আর চাল যথাসময়ে বিতরণ না করার কারণে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করার জন্য বলা হলো।

চেয়ারম্যানের জবাব ও প্রশাসনিক তদন্ত শেষে পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগের (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী এক প্রজ্ঞাপনে মো. মঞ্জু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের কার্যক্রম জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ববোধের পরিপন্থি হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়া আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের জন্য ২০২৪ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। পরিষদে চালগুলো না রেখে কছিম বাজারের মো. জাহাঙ্গীর আলমের গোডাউনে রাখেন তিনি। বেশ কিছুদিন পরেও চালগুলো বিতরণ করেননি চেয়ারম্যান।

ওই সময় এলাকাবাসী অভিযোগ করেন, চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান গোডাউনে রেখেছেন। পরে স্থানীয়দের মারফত সংবাদ পেয়ে রোববার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন । সেখান থেকে ৩০ কেজি ওজনের একশ বস্তা চাল উদ্ধার করেন এবং গোডাউনসহ চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে