আগামী ৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে মাঠে গড়াচ্ছে নারীদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ৬ দলের টুর্নামেন্ট থেকে সেরা ২ দল নিশ্চিত করবে বিশ্বকাপ। খেলবে বাংলাদেশও। বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। ৯ এপ্রিল শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল আয়োজিত হবে ১৯ এপ্রিল। বাংলাদেশ ছাড়া টুর্নামেন্টের বাকি পাঁচ দল হচ্ছে থাইল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের টুর্নামেন্ট। ১৩ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১৫ এপ্রিল একই স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাঘিনীরা। ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শেষ দুই ম্যাচ আয়োজিত হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। পুরো টুর্নামেন্ট আয়োজিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন এই দুই মাঠে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৬ দল একে অপরের সঙ্গে একবার করে ম্যাচ খেলবে। খেলা শেষে শীর্ষ দুই দল চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিনের। বাকি ৩ ম্যাচ দিবারাত্রির। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে দিনের ম্যাচ। দুপুর ৩টায় মাঠে গড়াবে দিবারাত্রির ম্যাচ।