দিঘলিয়ার সেনহাটি বাজার ব্যবসায়ী সমিতির ১২ কর্মকর্তার ৭ কর্মকর্তা পদত্যাগ করলেও অনিয়মের মধ্যে কমিটির অস্তিত্ব টিকিয়ে রাখছে বণিক সমিতির সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবীসহ কতিপয় কর্মকর্তা। বাড়ছে বাজারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা। ব্যবসায়ীদের মাঝে বাড়ছে নানা প্রশ্ন, সৃষ্টি হচ্ছে ক্ষোভ।
বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার সেনহাটি বাজার। এ বাজারটি উপজেলার বহু প্রাচীন, রেজিস্টার্ড (রেজিস্ট্রেশন নং ১২১৫) ও ঐতিহ্যমন্ডিত বাজার হলেও নানা কারণে এ বাজারটি উন্নয়নে সামনে অগ্রসর হওয়ার পরিবর্তে পিছনে পড়েছে উপজেলার অন্যান্য হাট বাজার থেকে। এ বাজার ব্যবসায়ী সমিতির একটা গঠনতন্ত্র থাকলেও সে গঠনতন্ত্রের নীতিমালা মানা হয় না। বর্তমানে বাজারটিতে প্রকট সমস্যা বিরাজমান। বাজারটির ব্যবসায়ী সমিতির ১২ জন কর্মকর্তার মধ্যে ৭ জন কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বাজারের যে সকল কর্মকর্তা এখনও অস্তিত্ব সংকট মোকাবিলা করে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছেন ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বাজার ব্যবসায়ীদের মাঝে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে জোরালোভাবে। বাজারটির ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সুনীল বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, প্রচার সম্পাদক আঃ জব্বার, কার্যকরী সদস্য আঃ কুদ্দুস মৃধা, কার্যকরী সদস্য জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সদস্য আঃ আহাদ খলিফা তাদের নিজ নিজ পদ থেকে গত ০২/১১/২০২৪ইং তারিখে পদত্যাগ করেন। বাজারটির ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি নিজেও তার পদ থেকে গত ০১/১২/২০২৪ ইং তারিখ বাজার ব্যবসায়ীর সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনে পদত্যাগ করেন। সভাপতি নিজে পদত্যাগ করে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ এনে ও কোরাম সংকট এবং কোনো পদে কাউকে কো-অপ্ট করার সুযোগ নেই এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স বিভাগীয় শ্রম দপ্তর খুলনাকে লিখিতভাবে গত ২৪/১২/২০২৪ ইং তারিখ জানিয়েছে।
বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতি বছর রিটার্ন দাখিলের নিয়ম থাকলেও রিটার্ণ দাখিল করা হয় না এবং সভা বসলেও কোনো হিসাব জানানো হয় না বলে বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
এদিকে বাজারে নানা নিরাপত্তার অভাব, নাইট গার্ডদের বেতন/ভাতা পরিশোধে অনিয়ম, বাজার ব্যবসায়ী সমিতির আদায়কৃত টাকার হিসাব না দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে।
বাজার ব্যবসায়ী সমিতির সাবেক কয়েকজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, তারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান নবীর নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে আমরা পদত্যাগ করেছি। আমাদের এ অভিযোগের তদন্ত হলে সত্যতা পাওয়া যাবে। আমরা আমাদের অভিযোগ শ্রম অধিদপ্তরের পরিচালককে জানিয়েছি। তিনি ব্যবসায়ী সমিতির কোরাম সংকটের পরও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে চুপচাপ কেনো আছেন তা আমাদের বোধগম্য নয়। খুলনা শ্রম দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।