খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বহু অপকর্মের হোতা, শেখ পরিবারের আস্থাভাজন, একাধিক মামলার আসামী মোল্লা ফিরোজ হোসেন গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ।গতকাল দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এজাহার সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীরা ২০২২ সালের ২২ অক্টোবর ফুলতলা শিকিরহাট থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩, তারিখ ০৪/০৯/২০২৪ ইং। ধারা১৪৩/১৪৪/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ ১৯০৮. দীর্ঘ দিন ধরে মোল্লা ফিরোজ হোসেন আত্মগোপনে ছিলো।
উল্লেখ্য খুলনা মহানগরী ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক জনপ্রতিনিধিরা এ মামলার আসামী।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন বাপ্পী কর্তৃক দায়েরকৃত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের এক অভিযানে তাকে দিঘলিয়া গ্রামের নিজের বাড়ির এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।