দিঘলিয়ায় উঠান বৈঠকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ পিএম
দিঘলিয়ায় উঠান বৈঠকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ১৪ নং বাতিবীটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা তথ্য অফিসের উদ্যগে ৫০ জনের মত কিশোরী ও মহিলাদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।

এ সময় তার সফর সঙ্গী ছিলেন গোপনীয় সহকারী মোঃ নাজমুল হাসান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম। সহকারী শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু। বক্তব্য রাখেন বাতিভীটা ১নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, আলহাজ্ব সেকেন্দার আলী, মোঃ সোহেব হোসেন রানাসহ অত্র গ্রামের বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ। এ সময় উপজেলা তথ্য দপ্তরের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এ সময় বিভাগীয় কমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় নারীদের ক্ষমতায়ন ঘটাতে হবে। এ ব্যাপারে সমাজের নারীদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি নারীদের জরুরি সেবা নাম্বার মুখস্থ রাখতে বলেন। তিনি সুবিধা বঞ্চিত মা, বোনদের উপজেলা তথ্য আপার সাথে যোগাযোগ রাখার কথা বলেন।

তিনি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন করেন। পরে তিনি সেনহাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে সেনহাটির মরমী কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতি বিজড়িত কেসিআই ইনস্টিটিউট (কেসিআই ক্লাব) পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ওরাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে