দিনাজপুরের মাদক ব্যবসায়ীদের প্রতি এসপির হুঁশিয়ারি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:১০ পিএম
দিনাজপুরের মাদক ব্যবসায়ীদের প্রতি এসপির হুঁশিয়ারি

দিনাজপুর জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, দিনাজপুর জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর জেলখানা ছাড়া কোন জায়গা হবেনা। এ জেলায় বসবাস করতে হলে মাদক ছাড়তে হবে। তিনি শনিবার দুপুরে (১৯ এপ্রিল) বিরামপুর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে পুলিশ সুপার মারুফাত হুসাইন আরো বলেন, ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নিজেদের পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক,  জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওঃ আনোয়ারুল ইসলাম, থানা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, থানা যুবদলের সদস্য সচিব অ্যাড. মিঞা মোঃ শিরণ আলম, বণিক সমিতির সভাপতি মাওঃ আশরাফুল ইসলাম প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে