বাংলাদেশের সরকারি নিয়োগ ব্যবস্থায় দীর্ঘসূত্রতা এবং অনিয়ম বন্ধ করার লক্ষ্যে দুটি পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৭ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জানান, সরকারের সর্বশেষ কেবিনেট মিটিংয়ে পিএসসি সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “পিএসসি নিয়ে সর্বশেষ কেবিনেট মিটিংয়ে দীর্ঘসূত্রতা এবং অনিয়ম বন্ধে সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলন শুরু হওয়ার পরপরই আমি ছাত্রদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি। গত সোমবার (২১ এপ্রিল) আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বসার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে বেকারত্ব নিরসনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এছাড়া আসিফ মাহমুদ বলেন, “পিএসসি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বা এর কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা আমার নেই, তবে আমি যতটুকু সম্ভব সহায়তা করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “ছাত্রদের দাবিগুলো সবসময়ই আমার কাছে প্রথম প্রায়োরিটি। কুয়েটের আন্দোলন চরম পর্যায়ে পৌঁছানোর প্রায় ১০ দিন আগে তাদের একটি প্রতিনিধিদল আমার বাসায় এসে স্মারকলিপি দিয়েছিল। পরদিন আমি তা শিক্ষা উপদেষ্টার হাতে নিজে পৌঁছে দিয়েছি এবং দাবি মেনে নেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি।”
উপদেষ্টা আরও বলেন, “টিএসসিতে আন্দোলনরত অনেকেই আমার পরিচিত। আমি গভীর রাতেও সেখানে যেতে প্রস্তুত ছিলাম, তবে আমি মনে করি, রাত ৪-৫টায় সেখানে যাওয়া শোভন নয়।” তিনি শহীদ জসিম ভাইয়ের মেয়ের আত্মহত্যার ঘটনার কথাও উল্লেখ করেন এবং বলেন, “এই ঘটনায় গ্রেফতারকৃতদের জামিনের খবর সঠিক নয়। তারা বর্তমানে সিআইডিতে রয়েছে এবং আইন মন্ত্রণালয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কাজ করছে।”
শেষে আসিফ মাহমুদ বলেন, “পিএসসি সাংবিধানিক, স্বাধীন এবং স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আপনাদের দাবিগুলো ইতোমধ্যেই পৌঁছানো হয়েছে এবং আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলব।”