নেত্রকোনার দুর্গাপুরে কাকৈরগড়া ইউনিয়ন যুবদল সদস্য মো. লিটন খান’কে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেছে ভ’ক্তভোপী। মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেণ তিনি।
লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের নাম ভাঙ্গিয়ে, সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি। আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুর সহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারণা করা হয়েছে মিথ্যাতথ্য সম্বলিত গত ৫ এপ্রিল স্থানীয় প্রিন্ট ও নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহনি। যাহা বাস্তবতার সাথে কোন প্রকার মিল নাই। আমার বাড়ি ওই ইউনিয়নের গন্ডাবের গ্রামে। ওই এলাকার আলী সোবহানের ছেলে কথিত সাংবাদিক শেখ মামুনুর রশীদ নিজে তার অবৈধ পোর্টালে খবর প্রকাশ করেছে তাছাড়া অন্য সাংবাদিকদের কাছে অসত্য তথ্য সরবরাহ করিয়া যে সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুলত: এলাকায় আমার সুনাম ও ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দ্যেশ্যে মামুনুর রশীদ এই সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি আরো বলেন এরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে চাদাবাজি করে আসছে,চাদা না দিলেই কাউকে টার্পেট করে মিথ্যা খবর প্রকাশ করাই তাদের কাজ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মীর আরাফাত, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর মুক্তাদীর, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক ইয়াহিয়া খান পিন্টু, যুবদল সদস্য মো. মাজহারুল ফকির, বিএনপি কর্মী মো. সিরাজুল ইসলাম, মো. ইউসুফ, আলম মিয়া প্রমুখ।