দেলদুয়ারে নৈশ প্রহরীর ঝুঁলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ০২:৩৫ পিএম
দেলদুয়ারে নৈশ প্রহরীর ঝুঁলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে ইমাম হোসেন (৩৭) নামের যুবকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর পাড়া নির্মানাধিন মডেল মসজিদের অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ইমাম হোসেন মডেল মসজিদ নির্মানের সংশ্লিষ্ট ঠিকাদারের অধিনে নৈশ প্রহরীর কাজ করতেন। সে বড়গুণা জেলার বেতাগী উপজেলার দক্ষিন করুনা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। 

লাশের সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা এসআই নন্দন কুমার জানান, রাত সাড়ে ৩টার দিকে মডেল মসজিদের পশ্চিম পার্শ্বে একতলা ভবনের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খানা বলেন, নৈশ প্রহরীর ঝুঁলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে