দেশের জন্য তরুণদের জুলাই যুদ্ধাদের মতো ভাবার আহ্বান আইন উপদেষ্টার

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০৮ পিএম : | আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ পিএম
দেশের জন্য তরুণদের জুলাই যুদ্ধাদের মতো ভাবার আহ্বান আইন উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তরুণ প্রজন্মকে জুলাই যোদ্ধাদের মতো করে দেশের জন্য ভাবার আহ্বান জানিয়েছেন।  

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এ আহ্বান জানিয়ে তিনি বললেন, 

“নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে দেশের জন্য। কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটেছে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটেছে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে।”

‘পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে অবদান রাখতে হবে দেশের উন্নয়নে’-যোগ করেন ড. আসিফ নজরুল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে