ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি'র বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ভবানীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বুধবার ২৩ এপ্রিল সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি গোলাম কবির স্বপন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার জুলু, জুয়েল তালুকদার, প্রচার সম্পাদক আবুল খায়ের প্রমুখ । বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয় করতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে ইউনিয়ন, ইউনিট ও ওয়ার্ড পর্যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান। এছাড়া আগামী এক সপ্তাহের মধ্যে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতির ও প্রতিবেদন জমা দিয়ে পরবর্তী সভায় ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে বক্তব্য দেয়ার কথা বলা হয়।