দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০২ পিএম
দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরলামছি ছোটধলী গ্রামের ২ নং ওয়ার্ডে। নিহত স্কুল ছাত্রের নাম মোঃ মাহিম হাসান। সে উপজেলার আজহার আলী হাই স্কুল এটাস্ট নুরমিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। মাহিমের বাবা আফতর উদ্দিন বেপারী বাড়ির মোঃ  শাহাবুদ্দিন। স্থানীয়ভাবে জানা যায়, সোমবার ২১ এপ্রিল সকালে বাড়িতে বৈদ্যুতিক শক খেয়ে মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে। 

গভীর শোক : নির্মম এ মৃত্যুতে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের, নূর মিয়ার সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহ এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করে গভীর শোক জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে